ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অন্যান্য খেলা

দুই বাংলাদেশির লড়াইয়ে রাকিব জয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
দুই বাংলাদেশির লড়াইয়ে রাকিব জয়ী

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত দুবাই ওপেন দাবায় বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এনামুল হোসেন রাজীব একে অপরের মুখোমুখি হয়েছিলেন। দুই বাংলাদেশির লড়াইয়ে জিতেছেন রাকিব।

 

ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রাকিবের কাছে হারলেও দু’জনের সমান ছয় ম্যাচে চার পয়েন্ট রয়েছে।

বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের অর্জন তিন পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডে স্বাগতিক দেশের ফিদে মাস্টার সালেহ নাবিলের কাছে হারেন তিনি।

৩৭টি দেশের ৪৬জন গ্র্যান্ডমাস্টার, ৮জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিয়েছে।

এদিকে, ব্লিজ দাবা ইভেন্টে ১১ খেলায় ৭ পয়েন্ট পেয়ে রাকিব ২৮তম এবং ৬ পয়েন্ট করে পেয়ে মিনহাজ ৪৪তম এবং রাজীব ৪৭তম হন। দিনব্যাপী এ ব্লিজ দাবায় ৩৩টি দেশের ২৫জন গ্র্যান্ড মাস্টার, ১জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ১৮জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।