ঢাকা: রিও অলিম্পিকের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন স্প্রিন্টার উসাইন বোল্ট। গোল্ডেন স্পাইক মিটে মাত্র ৯.৯৮ সেকেন্ডেই ১০০ মিটার জেতেন এ জ্যামাইকান তারকা।
ইনজুরি থেকে ফিরে শুরুটা ধীরেই করেন বোল্ট। তবে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়েন তিনি। এর আগে চলতি মৌসুমের সবশেষ স্প্রিন্টে ১০.০৫ সেকেন্ডে তিনি ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন।
চেক রিপাবলিকের এই আসরের আগে বোল্ট জার্মানিতে হ্যামিস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েছিলেন।
বোল্টেরই রয়েছে ১০০ মিটারে সবচেয়ে কম সময়ে দৌড়ানোর রেকর্ড। ২০০৯ সালে তিনি মাত্র ৯.৫৮ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন। এবারের অলিম্পিকই তার ক্যারিয়ারের শেষ আসর হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস