ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘পাবনার ঘটনায় জড়িত থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
‘পাবনার ঘটনায় জড়িত থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা’

ঢাকা: পাবনার ঘটনায় কোনো এমপি (সাংসদ) জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইনউনিটি মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘শুধু জয়বাংলা ধ্বনি দিলে চলবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে জনগণ গ্রহণ করবে না। ’

সাংসদ-মন্ত্রীদের সতর্ক হয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ব্যর্থ হলে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা ক্ষমতা দখল করবে। ’

জনৈক জামায়াত নেতা ও জামায়াতের আইনজীবী ব্যারিস্টার ফখরুলের বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, এরা এখনও জেলের বাইরে থাকে কী করে। আওয়ামী লীগ কি রামকৃষ্ণ মিশন, যার যা খুশি তাই বলে যাবে। ’

তিনি বলেন, ‘এদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। নইলে আবার ১৫ আগস্টের মতো ঘটনা ঘটাবে। ’

বিএনপি অসাংবিধানিক সরকার আনতে চায় মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি অসংবিধানিক সরকার আনতে চায় বলেই সংসদ বর্জন করছে। ’

তিনি বলেন, ‘বিএনপি নিজেদের স্বাধীনতার দল দাবি করে। অথচ তারা জামায়াতকে সমর্থন দিয়ে নিজামী-মুজাহিদের মুক্তি চায়। ’

নাসিম বলেন, ‘যতই হুমকি ধামকি আসুক কোনো কাজ হবে না। আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের চ্যাম্পিয়ন দল। ’

সংগঠনের আহ্বায়ক খোরশেদ আলম খসুরুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কুমকুম, পিযুষ বন্দ্যোপাধ্যায় ও এটিএম শামসুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।