ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাবিতে ছাত্রকে মারধর: দুই ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার এবং আরও চারজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিকেলে লেকচার থিয়েটারের সামনে মুহসিন হল ছাত্রলীগ কর্মী সাইফুইদ্দিনকে মারধরের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র লাবিদ আহম্মেদ ও ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুল হাসান সোহেল।

এছাড়া চার শোকজ প্রাপ্ত হলেন শাখাওয়াত হোসেন (ভূগোল, প্রথম বর্ষ), কাজী শামীম আহম্মেদ (সমাজ বিজ্ঞান, প্রথম বর্ষ), রাজু আহম্মেদ (ইন্টারন্যাশনাল বিজনেস, প্রথম বর্ষ) ও রিফাত জামান (ফিনান্স, প্রথম বর্ষ)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খল ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।