ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সব রাজনৈতিক নিয়োগ বাতিল করা হবে: মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
সব রাজনৈতিক নিয়োগ বাতিল করা হবে: মোশাররফ

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলীর বক্তব্য সরকারি চাকরি বিধি ও সংবিধান পরিপন্থি। সরকারের সকল ‘রাজনৈতিক নিয়োগ’ বিএনপি ক্ষমতায় আসলে বাতিল করবে বলেও হুঁসিয়ার করে দেন তিনি।



সোমবার জাতীয় প্রেসকাবে ঘরে ঘরে চাকরির প্রতীক্ষা, বাস্তবতা ও সম্ভাবনা শীর্ষক একটি আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার তার সকল প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। জনগণের কাছে সরকারের কাছে তার সকল অপকর্মের জবাব দিতে হবে। ’

ইয়থ ফোরাম আয়োজিত এ আলোচনায় তিনি আরও বলেন, যুব সমাজ কখনো আপোষ করে না। সরকারের অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।