ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীজুড়ে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
রাজধানীজুড়ে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী শনিবার (৪ মার্চ) রাজধানীজুড়ে শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়াম লীগ প্রতিটি থানায় এ শান্তি সমাবেশের আয়োজন করবে।

সমাবেশগুলোতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

রাজপথবিরোধী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে থাকছে। বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে এবং রাজনীতির মাঠ দখলে রাখতে গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ সারা দেশে এ শান্তি সমাবেশ কর্মসূচির আয়োজন করে আসছে।  

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার দেশের সব থানা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। আওয়ামী লীগও রাজধানীসহ সারা দেশে শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে।

এরই অংশ হিসেবে আগামী শনিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। এসব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংসদীয় আসন ঢাকা-৪ শ্যামপুর কদমতলীর সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা-৫ যাত্রাবাড়ী ডেমরায় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা-৬ ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৮ মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ঢাকা-৯ মুগদা, সবুজবাগ, খিলগাঁও, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-১০ কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ধানমন্ডি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস অংশ নেবেন।

ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত মিরপুর-১ নম্বর গোল চত্বরের সমাবেশে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদপুর টাউন হলে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তরায় সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মধ্য বাড্ডা ইউলুফে আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।