ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপ নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীদের বক্তব্য ‘আমলে নিচ্ছে না’ বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
সংলাপ নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীদের বক্তব্য ‘আমলে নিচ্ছে না’ বিএনপি

ঢাকা: সংলাপের বিষয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন, তা আপাতত আমলে নিচ্ছে না বিএনপি।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীতে ১৪ দলের এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বিএনপির সঙ্গে যেকোনো আলোচনা হতে পারে।

প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।  

আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, সংলাপের মাধ্যমে সবকিছুর সমাধান হতে পারে। সংলাপের বিকল্প নেই।  

অন্যদিকে এই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের মধ্যস্থতা নিতে হবে।

বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

তার ভাষ্য, আওয়ামী লীগের আসল অবস্থা বুঝতেই পাচ্ছেন। এটিই হলো তাদের ক্যারেক্টার (চরিত্র)।

সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোথায় কোন সমাবেশে কে কী বলছেন, তার জবাব দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা রাজনীতি পরিবর্তন করছি।

বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতেই সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।