ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর মেয়র চিশতীকে সব ক্ষমতা বুঝিয়ে দিতে বললেন আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পৌর মেয়র চিশতীকে সব ক্ষমতা বুঝিয়ে দিতে বললেন আদালত

সাতক্ষীরা: পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুন) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বিত বেঞ্চ পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এ নির্দেশ দেন।

 

আদেশে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা। থ্রেট দেবেন না। আপনি যেটি করেছেন সেটিকে থ্রেট দেওয়া বলে। এত ক্ষমতা কোথায় পান আপনি? এরপর আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ এলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান আদালতে ক্ষমা প্রার্থনা করেন। এসময় আদালত তার প্রতি উল্লিখিত আদেশ দেন।

এ ব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী অনেক আগেই মেয়র পদে তার পুনর্বহাল হওয়ার কথা। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার সিইও আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করে তাকে বাধা দিয়েছিলেন। আইনগত পদক্ষেপ নেওয়ার পর আজ হাইকোর্ট এক আদেশে তাকে পৌরসভার মেয়র পদে পুনর্বহাল করার কথা বলেছেন।

উল্লেখ্য, পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান এবং সেই কারণে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। একইসাথে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিতে বলা হয়। ৯ ফেব্রুয়ারি চিশতী জামিনে মুক্ত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর। তখন তিনি স্বপদে বহাল হতে পারেননি।

এসময় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনিই মেয়র থাকবেন। আদালতের নির্দেশে মেয়র পদ থেকে সরে যাবার কোনো সুযোগ নেই।

এরপর আবারও গত ১ জুন বৃহস্পতিবার তাজকিন আহমেদ চিশতীকে পৌর মেয়রের সকল দায়িত্ব ৬ জুনের মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট।

বিষয়গুলো নিয়ে কাজী ফিরোজ হাসানের সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী টানা দুইবারের নির্বাচিত মেয়র।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।