ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশ লঘুচাপে, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে: সাকা চৌধুরী

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
দেশ লঘুচাপে, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে: সাকা চৌধুরী

ঢাকা: গ্রেপ্তারের ভয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী খুব শিগগিরই ঢাকায় আসছে না বলে গুজব ছড়িয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। তাকে চট্রগ্রামে গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে সরকারও সিদ্ধান্তহীনতায় ভুগছে- এমন গুজবও শোনা যাচ্ছে সর্বত্র।



অবশ্য গ্রেপ্তারের ভয়েই ঢাকায় না এসে চট্রগ্রামে থাকার গুজব উড়িয়ে দিয়েছেন বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাউদ্দিন কাদের চৌধূরী বাংলানিউজকে বলেন, ‘গ্রেপ্তার এখানে করলে সমস্যা কি? সরকার ইচ্ছা করলে কি না করতে পারে। ’

তিনি বলেন, ‘মইন উ আহমেদ গরু চুরি মামলায় গ্রেপ্তার করেছিলেন। এদের ক্ষমতা আরও বেশি, এরা মুরগি চুরি মামলা দিয়ে গ্রেপ্তার করলেও কার কি বলার আছে। ’

চট্রগ্রামে গ্রেপ্তার করলে আন্দোলন হতে পারে- এ ভয়েই সরকার আপনাকে ঢাকায় গ্রেপ্তারের জন্য অপেক্ষা করছে প্রসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তারা যেখানেই থাকুন না কেন অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। ’

তিনি বলেন, ‘সরকার, মহাসরকার, শেখ হাসিনার সরকার- এ তিন মতে চলছে আওয়ামী লীগ ও দেশ। শেখ হাসিনার একক সিদ্ধান্তে চললে দেশ আরও ভালো চলতো। কিন্তু পরস্পরবিরোধী মতামতের ওপর গুরুত্ব দেওয়ার কারণেই দেশ পিছিয়ে যাচ্ছে। ’

দু’একদিনের মধ্যেই ঢাকা আসছেন উল্লেখ করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘মনে রাখতে হবে চট্টগ্রামের মানুষ লঘুচাপের সঙ্গে বেশি অভ্যস্ত, এখন লঘুচাপের মধ্যে আছে দেশ। এ চাপ কেটে যাবে না ঘুর্ণিঝড়ের রূপ নেবে তা সময় হলেই বোঝা যাবে। ’

তিনি বলেন, ‘পৃথিবীর দায়িত্বশীল ব্যক্তিরা হিসাব করে কাজ করেন। যিনিই এ হিসাবে ভুল করবেন তাকেই এর খেশারত দিতে হবে। ’

সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার বনজ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, ‘তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় স্বরাষ্টমন্ত্রণালয়ের অনুমোদিত কাগজ আমাদের কাছে পৌঁছেছে। ’ তবে এ মামলা তিনি জামিনে রয়েছেন।

তবে তাকে গ্রেপ্তারের কোনো নির্দেশনা আমাদের কাছে পৌঁছেনি বলে উল্লেখ করেন সিএমপি উপ-কমিশনার।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।