ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার উন্নতি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার উন্নতি 

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।

আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে জানিয়ে খন্দকার মারুফ বলেন, আশা করি ঈদের আগেই বাবাকে বাসায় নিয়ে যেতে পারব।

এর আগে গত ১৬ জুন দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে তিনি দুই বার স্ট্রোক করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।