ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ

ঢাকা: জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ওই আসনের এক ভোটার। এমপির বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই নোটিশে।



বৃহস্পতিবার ভোটার আবু সাইদ মো. খসরুজ্জামানের পক্ষে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের বরাবর এ লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিলের অনুরোধ জানানো হয় এতে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগে ব্যক্তিগত হলফনামায় মোজাহার আলী প্রধান জয়পুরহাট শহরে তার একটি বাড়ি থাকার তথ্য উল্লেখ করে মনোনয়ন নিয়েছেন। অথচ পৌরসভার ভেতরেই ৫৯৪, ৫১৭, ৪৪৯, ৪৮৯ নম্বর হোল্ডিংয়ে তার বাড়ি রয়েছে। এ কারণেই তার সদস্যপদ বাতিলযোগ্য। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।