ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: শাজাহান খান

মাদারীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ এলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়।

ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।

বুধবার (২৮ জুন) দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে অসহায় ও দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিরতণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেলসহ বড় বড় মেগাপ্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে।

শাজাহান খান আরো বলেন, বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। বিএনপি বলছে, গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শিবু খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।