ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা-সাকা একান্ত বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
খালেদা-সাকা একান্ত বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত পৌনে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।



ওই বৈঠকে অন্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দল মাঠে নামার পর খালেদা জিয়ার সঙ্গে এটাই সাকা’র প্রথম বৈঠক।

দলীয় সূত্র জানায়, সন্ধ্যায় চট্রগ্রাম থেকে ঢাকায় এসে সরাসরি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান সালাউদ্দিন কাদের চৌধুরী।

সূত্র আরও জানায়, যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হলে বিএনপি কি পদক্ষেপ নেবে সে আলোচনাই ছিলো বৈঠকের প্রধান বিষয়। এ সময় তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলে বিএনপি চেয়ারপারসনকে কঠোর কর্মসূচি ঘোষণার আহবান জানান সাকা চৌধুরী। এছাড়া সেরকম পরিস্থিতি তৈরি হলে তার সমর্থকদের চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে খালেদা জিয়াকে অবহিত করেন সাকা।

প্রসঙ্গত, তদন্ত দল যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনের যে তালিকা প্রকাশ করেছে তাতে সাকা চৌধুরীর নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।