ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ঝিমিয়ে পড়ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

মান্নান মারুফ,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
ঝিমিয়ে পড়ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

ঢাকা: দলের চেয়ারম্যান অসুস্থ, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন মহাসচিব, অন্যতম প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ আছেন বিশ্রামে। এরকম অবস্থার মধ্য দিয়েই চলছে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম।

আর এতে ঝিমিয়ে পড়ছে দলের নেতাকর্মীরা।

এর সঙ্গে যোগ হয়েছে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দুই সদস্য কাজী জাফর আহমদ ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নিস্ক্রিয়তা। আর এক পেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ রাজনীতির চেয়ে তিনি এখন বেশি সময় দিচ্ছেন ব্যাবসায়। এছাড়া মন্ত্রণালয় চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দলের অপর গুরুত্বপূর্ণ সদস্য বিমানমন্ত্রী জি এম কাদের। সবমিলিয়ে  নাজুক অবস্থায় চলছে জাতীয় পার্টি।

অবশ্য এ স্থবিরতা সাময়িক বলেই মনে করেন প্রেসিডিয়াম সদস্য ড. টিআই এম ফজলে রাব্বি চৌধুরী।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আগামী ৯ সেপ্টম্বর জেলার নেতাদের সঙ্গে দলের চেয়ানম্যান বসবে। ছাত্র সমাজ এলাকায় এলাকায় যাচ্ছে, ১০ জেলা ছাড়া সব গুলোতেই মোটামুটি কমিটি আছে। কিছু কিছু জেলায় সমস্যা আছে। যে কারণে কমিটি গঠনে সময় ক্ষেপণ হচ্ছে। ’
 
ফজলে রাব্বি চৌধুরী আরও বলেন, ‘পার্টির কার্যক্রম নেই তা নয়। বিরোধী দলে থাকলে অনেক কর্মসূচিতে দেখা যেত। তবে আমরা সরকারের সঙ্গে আছি। ইচ্ছা করলেই একটা কর্মসূচি দেওয়া যায় না। আমাদের দলের উপর অনেক ঝড় ঝাপটা আসছে তারপরও দলটিকে অনেক কষ্ট করে এরশাদ টিকিয়ে রাখছেন। ’

মূলত সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে বিচারের মুখোমুখি করা হতে পারে এমন আশঙ্কা দেখা দেয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে সেলিম হত্যা মামলার প্রস্তুতিও চলছে। এসব কারণে সরকারবিরোধী কথা-বার্তা বলার ক্ষেত্রেও অনেকটা সংযত থাকতে হচ্ছে দলের নেতাদের।
 
তবে এই নাজুক অবস্থা কাটিয়ে উঠতে শিগগিরই মাঠ পর্যায়ে সফর শুরু হবে বলে জানান ফজলে রাব্বি।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, ‘রাজনৈতিক স্থবিরতা জাতীয় পার্টিতেই শুধু নয়, পুরো রাজনৈতিক অঙ্গনই এখন স্থবির। দেশে অনেক সমস্যা আছে, সরকার ও বিরোধী দল কেউই জনগণের জন্য এই দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলে আমার মনে হয় না। ’

তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আছি ইচ্ছা করলেই আন্দোলন করতে পারি না। তবে মহাজোটের শরিক দল হিসাবে যতটুকু দায়িত্ব তা পালন করছি। ’

অন্যদিকে, দলের আরেক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টিকে ‘ব্যক্তি কেন্দ্রীক’ হিসেবে অভিহিত করে বলেন, ‘পার্টির চেয়ারম্যান যেভাবে চাচ্ছেন সেভাবেই দল চলছে। ’

দলের সাংগঠনিক কার্যক্রম কেন নেই জানতে চাওয়া হলে প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘আমি আমার এলাকার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে কেন্দ্রীয় ভাবে আমরা সংগঠনকে গতি করতে কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এ কার্যক্রম ঠিক ভাবে করতে পারলে দল আগের চেয়েও শক্তিশালী হবে। ’

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।