ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের তালিকায় গোলাম আজম ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আরও যাদের নাম এসেছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া তুলেছেন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী।

শুক্রবার সকালে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় প্রেসকাবের সামনে জমায়েত হন সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
 
জোটের সহ-সভাপতি চিত্রনায়ক ফারুক অবিলম্বে সব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের দাবী জানান।

জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার বলেন, ‘এ সরকারের মেয়াদে যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। ’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জোটের সাংগঠনিক সম্পাদক এসএ করিম, কেন্দ্রীয় নেতা জাফর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।