ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারকে লাল পতাকা দেখাতেই রাজপথে গণমিছিল: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
সরকারকে লাল পতাকা দেখাতেই রাজপথে গণমিছিল: মঈন খান

ঢাকা: সরকারকে লাল পতাকা দেখাতে রাজপথে গণমিছিল করছি। এ পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

তিনি বলেন, আমরা গুলশান ১ নম্বরে সরকারকে লাল পতাকা দেখাতে সমবেত হয়েছি। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়। আজকের সরকার একটি ভুয়া সংসদ তৈরি করেছে দিনের ভোট রাতে করার মাধ্যমে। সেই সংসদে ভুয়া সংসদরা বক্তৃতা দেয়। আমরা এ সরকারকে বলতে চাই- জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশান ১ নম্বরে ডিসিসি মার্কেটের পাশে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে গণ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মঈন।

তিনি বলেন, রাজপথের জনগণ এ সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

অবৈধ এ সরকারকে সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। সেই সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি অনুসরণ করে রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবো।

উত্তর বিএনপির এ গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।