ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।  

ইতোমধ্যে আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে।  

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ছয় ধাপে অবরোধ এবং দুই ধাপে হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।