ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বৈঠকে বসছে চার দলীয় ঐক্যজোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

ঢাকা: জরুরি বৈঠকে বসছে চার দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে।



সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও মহাজোটকে মোকাবেলায় দলগত ও জোটগত কৌশল কি হবে তা নিয়ে আলোচনা করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার দলীয় জোট নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন।

বৈঠকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জাতীয় পার্টি (নাজিউর) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসিচব শামীম আল মামুন, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশ সভাপতি মাওলানা মোহাম্মদ ইসাহাক, মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রমুখের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বৈঠকে আগামী শনিবার মুক্তাঙ্গনে বিএনপির সম্ভাব্য বিক্ষোভ ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও গৃহীত কর্মসূচি সফল করার কৌশল নিয়ে আলোচনা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন চার দলীয় জোটের এক নেতা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।