ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেওয়ান ফরিদ গাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

মোঃ জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
দেওয়ান ফরিদ গাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

হবিগঞ্জ: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে বলে চিকিৎসকের বরাত দিয়ে বাংলানউজকে জানিয়েছেন ফরিদ গাজীর ব্যক্তিগত সহকারী আবদুস শহীদ।

তিনি ঢাকা স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সেখানে সকালে তিনি কিছুটা খাবার খেয়েছেন এবং কথাবার্তা বলতে পারছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে আবদুস শহীদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে প্রবীণ এ সংসদ সদস্যের শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টায় কিডনি ডায়ালিসিস করার জন্য নেওয়া হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ব্যক্তিগত সহকারী আরও জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত ফরিদ গাজীর জ্ঞান ফেরেনি বলে চিকিৎসকরা তাকে জানান।

স্কয়ার হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল ওয়াহাব খান তখন বাংলানিউজকে জানান, ফরিদ গাজীর অবস্থা সঙ্কটাপন্ন।

উল্লেখ্য, প্রবীণ সাংসদ দেওয়ান ফরিদ গাজী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি শেখ মুজিব সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।