ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার জিয়াউর রহমান

মানিকগঞ্জ: সাভারের আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুজন হলেন - কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়। বাসে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।  

আজ সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।