ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইস্যু না পেয়ে লাশের সন্ধানে আছে বিএনপি: মতিয়া

আব্দুর রফিক মজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
ইস্যু না পেয়ে লাশের সন্ধানে আছে বিএনপি: মতিয়া

শেরপুর: দেশে অরাজকতা সৃষ্টি করতে প্রধান বিরোধীদল লাশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেছেন, ‘তারা কোনো ইস্যু না পেয়ে আন্দোলন শুরুর জন্য এখন লাশের সন্ধানে আছে।

আওয়ামী লীগ কচু পাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে। শেখ হাসিনার সফল দেশ পরিচালনায় তারা দিশেহারা হয়ে পড়েছে। ’

শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনকালে মতিয়া চৌধুরী একথা বলেন।  

সিরাজগঞ্জ ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জে ট্রেনে যখন আগুন জ্বলছিলো বিরোধী দলীয় নেতা তখনও বক্তৃতা দিচ্ছিলেন। তার কাছে কি মানুষের জীবনের কোন মূল্য নেই? রেল লাইনের এত কাছে কেন জনসভার আয়োজন করা হয়েছিলো, মানুষ তা জানতে চায়। ’

মতিয়া চৌধুরী সেনানিবাসে খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ সম্পূর্ণ অবৈধ ছিল বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আদালত আগামী ৩০ দিনের মধ্যে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মতায় থাকলেই জনগনের সম্পত্তি কিংবা সেনাবাহিনীর সম্পত্তি দখল করে রাখা যায় না। আদালতের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে। ’

এসময় কৃষিমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের দুই ছেলের শিক্ষাগত যোগ্যতা এবং জিয়া পরিবারের বিভিন্ন দুর্নীতি নিয়েও কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষ উচ্চ শিার্থে বিদেশ যায়, আর খালেদা জিয়ার বড় ছেলে উচ্চ শিার্থে নাকি মানিকগঞ্জ গিয়েছিলেন! ছোট ছেলে আরাফাত রহমান কোকো নাকি অস্ট্রেলিয়ায় ছিলেন। তারা হচ্ছেন ডা. কদম আলী, যাদের কোনো সাটিফিকেট নেই। ’

পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- জেলা প্রশাসক মো.নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো.আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ায়ম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হালিম উকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।