ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান পার্লামেন্ট ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
বর্তমান পার্লামেন্ট ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে: সাইফুল হক

ঢাকা: বর্তমান পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংকখেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা কর শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

সাইফুল হক বলেন,  আজকে বাজারের যে পরিস্থিতি, মানুষ বাজারে গিয়ে বলে, মনে হয় না দেশে কোনো সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি। তারা আজকে পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। এসব ব্যবসায়ীরা আজকে বাজারে যা খুশি তাই করে আওয়ামী লীগকে হজম করে ফেলেছে। তারা মনে করছে সরকারি দলের কিছু করার নেই তাদের বিরুদ্ধে। কারণ ৭ তারিখে যে ডামি নির্বাচন হয়েছে তাতে দুশোর বেশি চিহ্নিত ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে। আর এর প্রকৃত হিসাব হবে আড়াইশোর উপরে। এর মানে হচ্ছে এ পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংকখেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সেই কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণ কোনো দল হিসেবে আওয়ামী লীগকে বিবেচনা করে না। সারা দেশের সন্ত্রাসী,  মাফিয়া, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মুনাফাখোররা  আজকে তাদের (আওয়ামী লীগ) ছত্রছায়া আশ্রয় গ্রহণ করেছে। সেজন্যই আজকে বাজার নিয়ন্ত্রণ বলে কিছু নেই। সেজন্যই আজকে প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

গত ৭ জানুয়ারির নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সাইফুল হক বলেন, বিরোধী দলের ডাকে এ সরকারের প্রতি মানুষ গণঅনাস্থা জানিয়েছে। গণঅনাস্থার মধ্য দিয়ে সরকার এটাকে বিজয় হিসেবে ঘোষণা করেছে। যেখানে ৪-৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। সব বিরোধী দল এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে। এমনকি যে ২৭-২৮ টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও নানাভাবে প্রকাশ করেছে ৭ তারিখে বাস্তবে কোনো নির্বাচন হয়নি। তাহলে সরকার এটাকেই তাদের বিজয় হিসেবে দেখাতে চাচ্ছেন। সরকারের বিজয় পরাজয়ের থেকে অনেক বেশি।

ব্যাংকে লাল বাতি জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, আমাদের ৬০-৬২টা ব্যাংকের মধ্যে ৪০টি ব্যাংকের অবস্থা খুবই শোচনীয়।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু তারা রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছে বহু আগেই সে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫,  ২০২৪
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।