ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানসিক অস্থিরতায় বিএনপি নেতারা সত্য বলতে ভুলে গেছেন: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ৩১, ২০২৪
মানসিক অস্থিরতায় বিএনপি নেতারা সত্য বলতে ভুলে গেছেন: ওবায়দুল কাদের

ঢাকা: মানসিক অস্থিরতায় বিএনপি নেতারা সত্য বলতে ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩১ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটি প্রক্রিয়াধীন আছে। তদন্ত চলছে। দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার বিদেশ যাত্রার বিষয়টি তিনি অবহিত নন।

বাংলাদেশ সেবা দাস রাষ্ট্রে পরিণত- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেবা দাস কে কার? বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারো সেবা দাস নয়। বিএনপির মুখের বিষ আরও উগ্র হয়েছে। তারা একরাশ ব্যর্থতার স্তূপীকৃত আবর্জনার ওপর দাঁড়িয়ে মানসিক অশান্তিতে ভুগছে। মানসিক অস্থিরতায় তারা সত্য বলতে ভুলে গেছে। মিথ্যার বেসাতি করে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয়। আমাদের দেশের গণতন্ত্রও পারফেক্ট দাবি করি না। তবে পারফেক্ট করার পথে আমাদের চেষ্টা আছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক। আজ বিএনপি যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। গণতন্ত্রকে তারা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে প্রহসন ও তামাশায় পরিণত করেছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাম নাম।  

দেশের অর্থনীতি ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল বলেন, সারা বিশ্বে অর্থনীতির খারাপ অবস্থা। দক্ষিণ আফ্রিকার মতো দেশে দুর্নীতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতির বেসামাল অবস্থা। বাংলাদেশ সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও সামাল দিয়ে যাচ্ছে, ভারসাম্য রক্ষা করছে। দেশের অর্থনীতি যদি ধ্বংস হবে তাহলে আইএমএফ, বিশ্ব ব্যাংক কীভাবে বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে সাপোর্ট করছে? সেটা মির্জা ফখরুলদের স্মরণ করে দিতে চাই। বিএনপির দলের ভেতরেই গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র কীভাবে আনবে।  

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।