ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
বরিশালে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে একটি মামলা করেন। মামলার আসামি হওয়ায় সাইফুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তারের দায়ের করা ওই মামলায় ২০১৮ সালের ১৫ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।