ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে: শিমুল বিশ্বাস 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে: শিমুল বিশ্বাস 

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে সব ধরনের নৈরাজ্য, অস্থিরতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র শ্রমিক জনতা ৫ আগস্ট সফলতা এনেছে। ফ্যাসিবাদের দোসররা সে সফলতা নসাৎ করতে চক্রান্ত চলছে।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে।

ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিন বুধবার (২৩ অক্টোবর) ফার্মগেট খামারবাড়ি মোড় থেকে থেকে শুরু করে তেজগাঁও কলেজ পর্যন্ত র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল এ সরকার। নতুন সরকারকে বেকায়দায় ফেলতে সুযোগসন্ধানীরা একের পর এক ছক আঁকছে। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ১০দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। জনগণের পাশে বিএনপি আগেও ছিল, আগামীতেই থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের সফলতা আনতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, পতিত স্বৈরশাসক শুধু দেশের ক্ষতিই করেনি তারা এ রাষ্ট্রকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করে লাখো কোটি টাকা লুটপাট করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত করার অপচেষ্টা করেছে। বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল। আবার এ পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আর এর মদদ দিচ্ছে দেশে থাকা হাসিনার দোসররা। অবিলম্বে তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, প্রচার দলের সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।