ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা, সাধারণ সম্পাদক মিজানুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা, সাধারণ সম্পাদক মিজানুর

ঢাকা: বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩য় কাউন্সিলে তাসলিমা আখতারকে সভা-প্রধান ও মিজানুর রহীম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশে গার্মেন্ট শ্রমিক সংহতির কাউন্সিল অধিবেশনে আগামী ২ বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়।

কাউন্সিলররা তাসলিমা আখতারকে সভা-প্রধান ও মিজানুর রহীম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

অঞ্জন দাস ও নুরুল ইসলামকে সহ সভা-প্রধান, প্রবীর সাহাকে সহ-সাধারণ সম্পাদক, জিয়াদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং মাহবুব ইরানকে অর্থ সম্পাদকসহ মোট ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।

‘গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’ এই ডাক নিয়ে- দ্রব্যমূল্য কমাও, সিন্ডিকেট ভাঙ্গো, রেশনসহ ১৮ দফা বাস্তবায়ন করা ও গণতান্ত্রিক শ্রম আইন, মর্যাদাপূর্ণ মজুরি ও প্রকৃত ট্রেড ইউনিয়নের দাবিতে শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির দুই দিনব্যাপী ৩য় কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।