ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
নাশকতার মামলায় দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

রাজশাহী: নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ (৩০) তিনজনকে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৪০) ও পালিবাজার গ্রামের জমসেদ আলী (৩৮।

রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলাশ শুক্রবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে এই মামলার অন্য আাসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এসএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ