ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই: মান্না মাহমুদুর রহমান মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা এদেশের গণতন্ত্র ও নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারবেন।

এটার ওপর দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করতে পারবো। তার মানে মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘সংবিধান সংস্কার’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি- সবাই মিলে করি। এজন্য ঐকমত্য লাগবে। ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজে দিক থেকে, দলের দিক থেকে এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত। এই বিভাজন যদি চলতে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো এক করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এদেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না। জুলাই-আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন, একটি আশা তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে, সাহস দিয়েছে। তারা মনে করেন, বাংলাদেশ আমরা বদলাতে পারি। কিন্তু কারা বদলাবেন? যারা এখন ক্ষমতায় আছেন। চাইলে মঈন ভাই (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) কি বদলাতে পারবেন? কিছু করতে পারবেন? বিএনপির যত বড় নেতাই হোক, ক্ষমতায় তো নেই। যারা ক্ষমতায় আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত।  

বর্তমান সরকার একা চলছে। এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে, তাতে অন্যদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে তেমন দেখছেন না বলেও উল্লেখ করেন তিনি।  

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪ 
এসসি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।