ঢাকা: ব্যাটারি চালিত রিকশা চালকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ জানানো হয়।
বিবৃতিতে গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারি রিকশা শ্রমিক ও চালকদের উপর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারি পেটোয়া বাহিনীর যৌথ হামলা নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ করেছে।
জাসদের বিবৃতিতে ব্যাটারি রিকশা শ্রমিক চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত না করে ব্যাটারি রিকশা উচ্ছেদ না করা এবং কারিগরি প্রযুক্তিগত সহায়তা দিয়ে ব্যাটারি রিক্সাকে নিরাপদ বাহনে উন্নীত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরকেআর/এমএম