ঢাকা: ভারতের সরকার মনে করে তারা বাংলাদেশের তিন পাশে রয়েছে বলে এ দেশ চাপে রয়েছে। তারা ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চীন ও পাকিস্তান।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত আওয়ামী ফ্যাসিজম ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ছাত্র সমাজের ঐক্য সংহতকরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
ছাত্র সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের নেতৃত্বে দেশে নতুন সূর্যোদয় হয়েছে। ক্ষমতার লোভে নিজেরা দ্বিধা বিভক্ত হবেন না। আপনাদের ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগ এবং হিন্দুস্তানের সব কুচক্রী ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের এবং আমাদের আরও একটি বিজয় অর্জন করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড় সীমান্তে খুনি বিএসএফ আবারও বাংলাদেশি হত্যা করেছে। দেশের ক্ষমতায় হিন্দুস্তানের সেবাদাসী শেখ হাসিনা নাই। ওপার থেকে একটা গুলি এলে এপার থেকে দুইটা গুলি করতে হবে। কথা পরিস্কার, জাগপা সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করবে না।
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর জাগপা নেতা সাব্বির আহমেদ, জাগপা ছাত্রলীগের সহসভাপতি আশফাকুর রহমান মিথুন, জীবন আহমেদ অভি, কেন্দ্রীয় ছাত্রনেতা রেজাউল ইসলাম, এস এম মেহেদী হাসান, এনামুল হক এনাম, মহানগর যুবনেতা পাবেল আহমেদ মাইনুল ইসলাম, মো. স্বাধীন, আল আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
টিএ/এমজে