ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

৭১ এর সঙ্গে ২৪ কে তুলনা করলে ভুল হবে: রাশেদ খান

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
৭১ এর সঙ্গে ২৪ কে তুলনা করলে ভুল হবে: রাশেদ খান

সাভার (ঢাকা): গণ-অধিকার পরষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন,  ২০২৪ সালে আমরা নতুন করে বিজয় পেয়েছি। আগামী বছর যখন ৫ আগস্ট আসবে সেটি আমরা নতুনভাবে উৎযাপন করবো।

তবে আমাদের মনে রাখতে হবে ৭১ এর সঙ্গে ২৪ কে তুলনা করলে আমাদের ভুল হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭১ এর যে লড়াই সেটির মাধ্যমে আমরা একটি ভুখন্ড পেয়েছি। এই যে ২৪ শে যে লড়াই,  সে লড়াইয়ের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে হটিয়েছি যারা ওই সময়ে ৭১ এ নেতৃত্ব দিয়েছিল। তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা হয়েছে। আমরা মনে করি ৭১ এর সঙ্গে ২৪ কে কোনোভাবেই তুলনা করা যাবে না।

তিনি বলেন, ৭১ এর পরিব্যপ্তি অনেক বেশী।  আর ২৪ এ যেখানে এই দেশের অভ্যন্তরে একটি ফ্যাসীবাদ সরকারকে হটানোর জন্য লড়াই করেছি। আমরা ঔক্যবদ্ধভাবে ওই লড়াইয়ের ফল পেয়েছি। সুতরাই কোনোভাবেই একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে কোনোভাবেই ৭১ কে বিতর্কিত করা আমাদের সমুচিন হবে না।

রাশেদ খান বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার সব দলকেই জাতীয় স্মৃতিসৌধে ইনভাইটেশন দিয়েছে। সব দলের নেতাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমরা নতুন বাংলাদেশে এ বিজয় উৎযাপন করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। গত ১৬ বছর ধরে হাসিনা যে একটি বাংলাদেশ তৈরি করেছিল যেখানে নিজেদের তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসেবে মনে করতো। কিন্তু তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হয়েছে। গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি বর্তমান সরকার বাস্তবায়ন করবে।

এ সময় উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের অন্যান্য নেতারা।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।