ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্মৃতিসৌধে আ.লীগ লেখা স্টিকার নিয়ে নেতাকর্মীদের লুকোচুরি!

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
স্মৃতিসৌধে আ.লীগ লেখা স্টিকার নিয়ে নেতাকর্মীদের লুকোচুরি!

সাভার (ঢাকা): মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে শ্রদ্ধার্ঘ্যের ফুলে লাগানো বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি নিয়ে লুকোচুরি করেছেন তারা।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। তবে এ সময় তাদের সঙ্গে দলীয় ব্যানার ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন।

তাদের হাতে শ্রদ্ধার্ঘ্যের ফুল ছিল, কিন্তু কার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, এমন কিছু লেখা ছিল না। তারা বেদীর সামনে গিয়ে হাতে করে নিয়ে আসা শ্রদ্ধার্ঘ্যে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা একটি স্টিকার পকেট থেকে বের লাগিয়ে দেন। পরে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি তুলে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।