জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ থানায় ৫টি নাশতার মামলায় মাদারগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন জেলা এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।
পরে প্রিজনভ্যানে তাদের কারাগারে পাঠানো হয়। এসময় আওয়ামী লীগের নেতারা স্লোগান দিতে গেলে পুলিশ তাদের আটকে দেয়।
আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম হোসেন রব্বানী, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, ৪ নম্বর বালিজুরি ইউনিয়নের সাধারণ সম্পাদক মহির ডাক্তার, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতুয়ার রহমান, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, ৭ নম্বর সিদুলী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাকিব ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ ও হাফিজুর মেম্বার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জামিল হাসান তাপস জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকা এবং নাশকতাসহ ৫টি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন তারা। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরএ