ঢাকা: স্বাস্থ্যখাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টোরোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নার্সিংবিষয়ক সম্পাদক জাহানারা খাতুন।
এর আগে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন স্বাস্থ্যখাতের সংস্কার তুলে ধরেন। তার এই অংশ হিসেবে আজ প্রস্তাবনা হস্তান্তর করা হলো।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
টিএ/এএটি