যশোর: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পোস্ট অফিসপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক জাফর যশোর-৩ আসনের ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের এমপি কাজী নাবিল আহমদের অনুসারী।
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বাংলানিউজকে জানান, জাফরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী নাবিল আহমদের অনুসারী হওয়ার কারণে দেয়াড়া ইউনিয়নে সরকারি অনুদানের সব টাকা জাফর ইকবালের হাত দিয়ে যেত। সেই সুযোগে উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন তিনি (জাফর)। এ কারণে বেশ কয়েকবার ধরাও পড়েছেন তিনি।
এছাড়া যুবলীগ নেতা জাফরের বিরুদ্ধে নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও একটি কবরস্থানের মাটি ভরাটের কাজে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। মাদরাসার টাকা আত্মসাৎসহ বিভিন্ন উন্নয়ন কাজে বিপুল পরিমাণ টাকা আত্মসাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআরএস