ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

রাজনীতি

এবারও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি শিপলু ও সেক্রেটারি ওয়াহিদ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এবারও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি শিপলু ও সেক্রেটারি ওয়াহিদ   শিপলু ও ওয়াহিদ  

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মীসভায় বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়েছে।  

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপির কর্মিসভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ-আমেরিকা, আফ্রিকা-অস্ট্রেলিয়া মহাদেশের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।  

আনোয়ার হোসেন খোকন বেশ কিছুদিন ধরেই ক্যালিফোর্নিয়া বিএনপির কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি কাজ করছিলেন।  

এক তাৎক্ষণিক বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, শেখ হাসিনার সরকার পতনের দাবিতে দেশের বাইরে বিএনপি যেভাবে অবদান রেখেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি।  

বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়, গণতন্ত্রায়ণ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় সোচ্চার থাকবেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।