ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

রাজনীতি

আমরাও দলে বৈষম্যের শিকার: নারী দিবসে বিএনপি নেত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
আমরাও দলে বৈষম্যের শিকার: নারী দিবসে বিএনপি নেত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): দলের মধ্যে নারীরা বৈষম্যের শিকার হন বলে জানিয়েছেন বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

তিনি বলেছেন, যেসব ছাত্রনেতা আমাদের সঙ্গে রাজনীতি করেছে, আজ তারা বড় বড় পর্যায়ে আছে।

নব্বইয়ের গণআন্দোলনে ছাত্রদের মূল্যায়ন করা হয়। কিন্তু এরশাদের সময়ে কারফিউ ভেঙে যে মিছিল হয়েছিল, সেটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু আজ আমাদের মূল্যায়ন করা হয় না। আমরাও দলে বৈষম্যের শিকার।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেত্রী।

নারী দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি কয়েকটি স্টল দিয়ে বইমেলা এবং উদ্যোক্তা মেলার আয়োজন করেছে ছাত্রদল। আলোচনা সভায় ফ্যাসিস্ট সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারয়ার মামা হযরত আলী বক্তব্য দেন।

শিরিন সুলতানা বলেন, আজকে আমরা কী আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী দ্বারা একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। ৮ বছরের একটি ছোট্ট শিশুকে মাগুরায় নির্যাতন করা হয়েছে। আজ সে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছে। পত্রিকা খুললেই নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের ঘটনা আমরা দেখি। শুধু ঘরে বা রাস্তায় না, বিভিন্ন পেশায়ও নারীরা নির্যাতিত হচ্ছে।

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মতো রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নারীদের মূল্যায়ন করা। নারীরা মূল্যায়িত হলে সমাজের সর্বস্তরে তারা প্রতিষ্ঠিত হবে এবং নারীরা নিরাপদ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এফএইচ/এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।