ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একাধিক কূটনীতিকের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মে ৭, ২০১৩
একাধিক কূটনীতিকের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাদের বৈঠক

ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে পৃথক বৈঠক করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

বিএনপির এই নেতা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় যান গুলশানে ব্রিটিশ হাই কমিশনারের বাসায়।

তিনি সেখানে দেড় ঘণ্টা অবস্থান করেন এবং পরে সন্ধ্যা ৬টায় যান মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায়।

তিনি সেখানে রাত সাড়ে ৭টা পর্যন্ত ড্যান মজীনার সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও চলতি সপ্তাহে বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে কুটনৈতিক সূত্র জানায়।

এদিকে, রাত পৌনে ৮টায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও মীর কাশেমের আলীর ছেলে ব্যারিস্টার আরমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় মার্কিন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরেস্ট কুকসন। রাজধানীর অভিজাত এলাকার একটি ক্লাবে এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

এখানে সোয়া ঘণ্টা তারা বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বলে সূত্র দাবি করেছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।