ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার আইনের শাসনে বিশ্বাস করে না: আজহারুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা আইনের শাসনে বিশ্বাস করে না। ’

মঙ্গলবার রাতে দলের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেলে ওই দুই জামায়াত নেতাকে  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আজহারুল বলেন, ‘জামিন আবেদনের নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত কামারুজাজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু তা অমান্য করে আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা আইনের শাসন মানে না। কিন্তু যেখানে আইনের শাসন নেই সেখানে গণতন্ত্র টিকে থাকতে পারে  না। ’

তিনি বলেন, ‘তারা (সরকার) বাক স্বাধীনতা, সভা, সমাবেশ ও আইনের আশ্রয় নেওয়ার অধিকার হরণ করে গোটা দেশ জেলখানায় পরিণত করেছে। ’
 
জামায়াতকে ধ্বংস করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে আজহারুল ইসলাম বলেন, ‘তারা (সরকার) পাইকারিভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করেই চলেছে। ’

বিবৃতিতে অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।