ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।    

দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে বিকেলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী।



যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুর এবং মালিবাগ রেলক্রসিং এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন দলের মহানগর প্রচার সম্পাদক নুরুল ইসলাম বুলবুল। তবে পুলিশ বিকেল পাঁচটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে জানিয়েছেন তিনি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় আদালতের নির্দেশে পুলিশ গত ২৯ জুন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করে।  

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার হাইকোর্ট এলাকা থেকে দলের সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০০ ঘন্টা, জুলাই ১৪, ২০১০ ইং।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।