ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জেএমবি প্রধান সাইদুর আরও ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
জেএমবি প্রধান সাইদুর আরও ৩ দিনের রিমান্ডে

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি প্রধান সাইদুর রহমানের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।



গত ২৫ মে রাজধানীর কদমতলীর পূর্ব দনিয়া নুরপুর মসজিদ রোডের একটি বাসা থেকে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ জুন রাজধানীর উত্তরা ও কদমতলী থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় ৫ দফায় ১৮ দিন রিমান্ড শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়। ১২ জুলাই আরও ৪ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। ওই রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান আজ শনিবার তাকে আদালতে হাজির করে আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত ৮ জুলাই সাইদুর রহমানকে কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।