ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কোনো সরকারের পক্ষেই ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
কোনো সরকারের পক্ষেই ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘কোনো সরকারের পক্ষেই ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব হবে না। আওয়ামী লীগ যদি ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দিয়ে ৭২ এর সংবিধানে ফিরতে চায় তাহলে ক্ষমতায় থাকতে তো পারবেই না, পরিণতি কি হয় তা দেখতে পাবে।



শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘রাষ্ট্রীয় দমন নীতি, আওয়ামী বর্বরতা, প্রতিহিংসার রাজনীতি, উন্নয়ন ও সমৃদ্ধ দেশ গঠনে অন্তরায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ৭২ এর সংবিধানে ফিরে গেলে দেশে দ্বন্দ্ব-সংঘাত বাড়বে বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন মওদুদ।

প্রধানমন্ত্রী ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য সর্বদলীয় কমিটি গঠনের কথা বললেও সুরঞ্জিৎ সেনগুপ্ত কেন কেবল মহাজোট শরীকদের নিয়ে কমিটি গঠনের কথা বলছেন সে প্রশ্ন তুলে মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও সুরঞ্জিৎ সেনগুপ্তের কথার মধ্যে মিল নেই। ’

তিনি বলেন, ‘সরকার স্বাধীনতা পরবর্তী সময়ের মতো দেশে বর্বরতার এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ’

এসবের বিরুদ্ধে বিএনপি হরতালের বিকল্প কর্মসূচির কথা ভাবছে বলেও মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না। ’

দেশনেত্রী সংস্কৃতিক পরিষদ উপদেষ্টা টিএম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় ঢাকা মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, বগুড়া জেলা মহিলা দল সভাপতি লাভলী রহমান প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।