ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিশ্ব সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
বিশ্ব সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন স্পিকার

ঢাকা: সংসদ স্পিকারদের তৃতীয় বিশ্ব সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদ স্পিকার আবদুল হামিদ রোববার সকালে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।

সোমবার জেনেভায় সম্মেলনে আবদুল হামিদের নেতৃত্বে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধি দল যোগ দেবেন।

দলের অন্য সদস্যরা হলেন- তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, একেএম মাঈদুল ইসলাম, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান ও সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব সম্পদ বড়–য়া।

প্রতিনিধি দলটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সাধারণ আলোচনায় অংশ নেবে। এসব আলোচনায় সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা, সংসদ ও কমিটি কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে।

জেনেভা সম্মেলন শেষে জার্মান সফর করবেন স্পিকার। সেখান থেকে ২ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।