ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসের জামিন

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসের জামিন

ঢাকা: হরতালের আগের দিন গাড়ি পোড়ানো ও ভাংচুরের মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত।

মুখ্য মহানগর হাকিম ইসমাইল হোসেন মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।



গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভুঞা এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

মঙ্গলবার শুনানি নিয়ে আদালত এ আবেদন নাকচ করে মির্জা আব্বাসকে জামিন দেন।
 
আসামির আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গাড়ি পোড়ানোর মামলায় জামিন হলেও পল্টন থানার পুলিশের কর্তব্য-কাজে বাধাদান সংক্রান্ত অপর একটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

গাড়ির মালিক জামাল উদ্দিন মিরপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৭ জুন হরতালের আগের রাত সাড়ে ১০ টায় বাদির মালিকানাধীন দিশারী পরিবহনের একটি বাস মিরপুরের স্বাধীন বাংলা মার্কেটের সামনের রাস্তায় এলে হরতাল সমর্থনকারীরা তাতে আগুন ধরিয়ে দেয়।  

মামলায় এজাহারনামায় মির্জা আব্বাসসহ স্বনামে ২৩ জনকে ও বেনামে দেড়শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।