ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুক্তাঙ্গনে ছাত্রদলকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদলকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ।

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বুধবার বিকেল ৩টায় ওই সমাবেশ হওয়ার কথা ছিলো।

কিন্তু নিরাপত্তাজনিত হুমকির কথা বলে পুলিশ তা বাতিল করে দেয়।

নির্ধারিত সময়ে ছাত্রদল নেতাকর্মীরা সমাবেশ স্থলে গেলেও পুলিশের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন। এর প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে আগামী ১ আগস্ট একই স্থানে (মুক্তাঙ্গন) সমাবেশ আয়োজনের ঘোষণা দেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতিঝিল বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার মইনুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘নিরাপত্তাজনিত হুমকিতে আমরা সমাবেশটি বাতিল করি। ’

তিনি আরও বলেন, ‘সংলগ্ন এলাকায় উল্টো রথযাত্রাসহ আরও কিছু কর্মসূচি থাকায় পুলিশের ওপর মুক্তাঙ্গনে কোনো সভা-সমাবেশ করতে না দেওয়ার নির্দেশ ছিলো। ’

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অনুমতি থাকা সত্ত্বেও কেন ছাত্রদলকে সমাবেশ করতে দেওয়া হলো না জানতে চাইলে মইনুল হক বলেন, ‘এ সমাবেশ করার জন্য পুলিশ কমিশনারের কোনো অনুমতি ছিলো না। ’

ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রমাণ করে, বর্তমান সরকার অগণতান্ত্রিক চরিত্রের অধিকারী। ’

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।