ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিসিসি নির্বাচন: মন্জুরের চেয়ে মহিউদ্দিনের ব্যয় বেশি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
সিসিসি নির্বাচন: মন্জুরের চেয়ে মহিউদ্দিনের ব্যয় বেশি

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র পদে বিজয়ী প্রার্থী এম মন্জুর আলম ব্যয় করেছেন ২৯ লাখ ৭৫ হাজার টাকা। অন্যদিকে পরাজিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যয় ২৯ লাখ ৯৯ হাজার নয়শ’ টাকা।



জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এর ৫১ (১) ধারা অনুযায়ী নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রত্যেক প্রার্থীর রিটার্ন দাখিল করতে হয়। এ হিসেবে মঙ্গলবার ছিল রিটার্ন দাখিলের শেষ দিন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে দু’জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন এবং সংরতি কাউন্সিলর পদে দু’জন তাদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেননি।

তবে রিটার্ন দাখিল না করা প্রার্থীদের মধ্যে নির্বাচিত কেউ নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেয়র পদে প্রার্থী অধ্যাপক মোফাজ্জ্বল হোসেন ভূঁইয়া এবং সৈয়দ সাজ্জাদ জোহা তাদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেননি। নির্বাচনে উভয়ই জামানত হারিয়েছেন।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘রিটার্ন দাখিল না করায় প্রার্থীদের বিরুদ্ধে ১৮০ দিনের মধ্যে থানায় মামলা করা হবে। ’

উল্লেখ্য, সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েলের ৪৯ (১) ধারার আ-উপধারা অনুযায়ী ভোটার সংখ্যার অনুপাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীদের ৩০ লাখ টাকা ব্যয়সীমা নির্ধারণ করা হয়।

এ হিসেবে পরাজিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যয়সীমার চেয়ে মাত্র ১’শ টাকা কম খরচ করেছেন।
 
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মন্জুর আলম।

মঙ্গলবার এম মন্জুর আলম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।