ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নেতাকর্মীর অভাবে মহানগর বিএনপির যৌথসভা মুলতবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
নেতাকর্মীর অভাবে মহানগর বিএনপির যৌথসভা মুলতবি

ঢাকা: নেতাকর্মীর অভাবে মহানগর বিএনপির যৌথসভা মুলতবি করা হয়েছে।

২৫ জুলাই পল্টন ময়দানে বিএনপির গণঅনশনের প্রস্তুতির জন্য বুধবার বিকেলে নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।



কিন্তু বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা সাতটার দিকে সভাস্থলে গিয়ে নেতাকর্মীর স্বল্প উপস্থিতি দেখে সভা মুলতবি ঘোষণা করেন।

এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি আব্দুল মালেকসহ মাত্র ২৫/৩০ জন কর্মী উপস্থিত ছিলেন।

সভা মুলতবি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক সরকারের কাছে কখনোই কাম্য হতে পারে না। ’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক কর্মসূচি পালন করছি। কিন্তু সরকার তাতে বাধা ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু এভাবে গণতান্ত্রিক আন্দোলনের গতিরোধ করা যায় না। ’

সময় থাকতে সরকারকে গণতন্ত্রের ধারায় ফিরে আসার আহবান জানান ফখরুল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।