ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান সংশোধনী কমিটিতে আসতে বিএনপির জন্য দরজা এখনো খোলা: সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
সংবিধান সংশোধনী কমিটিতে আসতে বিএনপির জন্য দরজা এখনো খোলা: সুরঞ্জিত

ঢাকা: সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটিতে আসতে বিএনপির জন্য দরজা এখনো খোলা আছে বলে মন্তব্য করেছেন কমিটির কো চেয়ারম্যান ও আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ৭২ এর সংবিধান এবং তত্ত্বাবধায়ক সরকার কোনোটাই বোঝেন না বলেও মন্তব্য করেছেন তিনি।



বৃহস্পতিবার সকাল ১১টায় রিপোটার্স ইউনিটিতে শেখ রাসেল মেমোরিয়াল একাডেমি আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপির জন্য এখনো কমিটিতে আসার দরজা খোলা আছে। তারা প্রতিনিধি পাঠাতে পারেন। যদি তারা বেশি সদস্য দিতে চান তাও দিতে পারেন। ’

সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করলেই তাদের নাম কমিটিতে যুক্ত করে দিতে পারবেন বলেও মত দেন তিনি।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘এত তাড়াতাড়ি বেসামাল হওয়ার কিছু নেই। ’

তিনি বলেন, ‘সংবিধানের একাদশ ও দ্বাদশ সংশোধনী বিএনপির সময়ই করা হয়েছে। তখন তো কমিটি অবৈধ হয়নি। এখন কেন অবৈধ হবে?’
 
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাদের মনের কষ্ট আমি বুঝি। সমস্যা হলো ৭৫ এর পূর্ববর্তী এবং পরবর্তী। ৭৫ এর পূর্ববর্তী যে সরকার ছিল সেটি ছিল জনগণের সরকার। আর ৭৫ এর পরবর্তী যারা ক্ষমতায় আসে সংবিধান সংশোধন করে সেই সামরিক শাসকদের বৈধতা দেওয়া হয়েছিল। আজ তার অবসান হতে চলেছে। ’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যে কমিটি গঠন করা হয়েছে তার ক্ষমতা অনেক বেশি। তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধান সংশোধনের যেকোনো বিষয়ে এই কমিটিতে আলোচনা হবে। যদি কোনো সংযোজন সংশোধন করার দরকার হয় তা এই কমিটি করতে পারবে। এই কমিটির সিদ্ধান্তের বাইরে কোনো দল বা ব্যক্তি কিছু করতে পারবেন না। ’

সংগঠনের সভাপতি রাজিয়া মোস্তফার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোতহার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময় ১৩৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।