ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাহবুব আলীর দোয়া মাহফিলে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
মাহবুব আলীর দোয়া মাহফিলে খালেদা ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বড় ছেলে তারেক রহমানের শ্বশুর নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩১ তম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট’২০১৫) রাত পৌনে দশটায় ধানমণ্ডির ‘মাহবুব ভবন’ চত্ত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



এর আগে রাত সাড়ে নয়টায় খালেদা জিয়া প্রয়াত মাহবুব আলী খানের বাসভবন মাহবুব ভবনে যান।
এ সময় মরহুমের স্ত্রী ইকবাল মান্দাবানু ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ্্রঅনী, মালয়েশিয়া বিএনপির সম্পাদক মাহবুব আলম শাহ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫/আপডেটেড- ১০৫০ ঘণ্টা।
আরইউ/এজেড/এএসআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।