ঢাকা: দেশে মাথাচারা দিয়ে ওঠা জঙ্গিবাদ রুখতে বিভক্ত বামদলগুলোকে ঐক্যবব্ধ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অমল সেন স্মারক গ্রন্থ প্রকাশনা’ অনুষ্ঠানে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ মন্তব্য করেন।
ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মেনন বলেন, দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ এতোই মাথাচারা দিয়ে উঠেছে যে তা বর্তমানে জঙ্গিবাদে রূপ নিয়েছে। এই জঙ্গিবাদ রুখেতে বিকল্প হিসেবে জনগণের শক্তি গড়ে তোলার সময় এসেছে।
তিনি বলেন, একটা সময় বিভিন্ন কারণে বামদলগুলোতে ভাঙন ধরে, কিন্তু সবার আদর্শ আর সংগ্রাম তো একই। তাই সংগঠনে বিভক্তি থাকলেও আদর্শের ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিৎ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, অমল সেন স্মৃতি গ্রন্থের সম্পাদক শামসুল হুদা, বিমল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএম/এমএ